Logo

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১৬
52Shares
জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়।

এবারের নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার নিয়ম থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওই হলের আবাসিক শিক্ষার্থী সাদমান বলেন, “ভোট দেওয়ার সময় বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ধরনের ভুল প্রশাসনের এড়িয়ে যাওয়া উচিত হয়নি।”

বিজ্ঞাপন

পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল বলেন, “বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়েছে, তারা নিয়ম অনুযায়ী তিনজন প্রার্থীকেই ভোট দিতে পারছেন।”

বিজ্ঞাপন

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী।

বিজ্ঞাপন

ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD