ঘাটাইল থানার উদ্যোগে পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৯ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল থানার উদ্যোগে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে থানা প্রশাসন।
থানা সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পৌরসভার ব্যস্ততম সড়ক, বাজার, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও জনসমাগমপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় থাকায় যেকোনো অপরাধমূলক কার্যক্রম দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: গাজীপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এর ফলে অপরাধীরা নিরুৎসাহিত হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে। অনেকেই মনে করেন, এটি ঘাটাইলকে একটি “নিরাপদ ও স্মার্ট উপজেলা” হিসেবে গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ বলেন, “মানুষের জান-মালের নিরাপত্তাই আমাদের প্রধান অঙ্গীকার। ধাপে ধাপে উপজেলার আরও জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ঘাটাইলকে নিরাপদ, আধুনিক ও সুশৃঙ্খল উপজেলা গড়ে তুলতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
আরও পড়ুন: মিরসরাইয়ের সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ, আহত ৪
তিনি আরও যোগ করেন, “অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শুধু অপরাধ প্রতিরোধই নয়, বরং সামাজিক সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে। আমরা চাই ঘাটাইল হোক শান্তিপূর্ণ ও নিরাপদ একটি মডেল উপজেলা।”
ঘাটাইল থানার এ পদক্ষেপ ইতোমধ্যে স্থানীয়দের আস্থার জায়গা তৈরি করেছে। অনেকে আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি উন্নত ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে।
এমএল/