এক দঁড়িতে ঝুলে আত্মঘাতী চাচী-ভাতিজা, এলাকায় চাঞ্চল্য


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক দঁড়িতে ঝুলে আত্মঘাতী চাচী-ভাতিজা, এলাকায় চাঞ্চল্য

একসঙ্গে আত্মঘাতী হলেন চাচী ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ‍্যের পানিসাগর মহকুমার উপ্তাখালি এলাকায়। 

শনিবার (২৩ এপ্রিল) সকালে সুদীপ দাস ( ২২) ওরফে গরাই এবং  আপন কাকিমা সঙ্গীতা দেবনাথ (৩২) কে বাড়ির পাশ্ববর্তী জঙ্গলে একই গাছে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। প্রথম তাঁদের এই অবস্থায় দেখতে পান সঙ্গীতার স্বামী সুগ্রীব দাস। তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। তাঁর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে যান। 

ধারণা করা হচ্ছে, কাকিমা-ভাসুরপোর অবৈধ প্রণয়ের জেরেই দুজনে মিলে আত্মহত্যার বেঁছে নেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ঠিক কি কারণে কাকিমা- ভাসুরপো একসঙ্গে আত্মঘাতী হলো তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

এসএ/