রায়পুরে বাড়ি থেকে ডেকে এনে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রবিন হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে পশ্চিম সাগরদীর বাড়ি থেকে ডেকে এনে তাকে কোপানো হয়।
রবিন উপজেলার বামনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও দলীয় সূত্র জানায়, বামনীর পশ্চিম সাগরদী গ্রামের কালভার্ট এলাকায় সম্প্রতি আশপাশের তরুণরা আড্ডা দেয়। এখানে এসে কিছু তরুণ নেশা করে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে রবিনের সঙ্গে কয়েক তরুণের কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯টার দিকে কথাকাটির ঘটনা সমাধানের কথা বলে রবিনকে বাড়ি থেকে ডেকে আনা হয়। একপর্যায়ে বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শান্ত’র নেতৃত্বে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউছার হোসেন জানিয়েছেন, বাড়ি থেকে ডেকে এনে ছাত্রদলের শান্তর নেতৃত্বে যুবলীগ নেতা রবিনকে কোপানো হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি সংসদ সদস্যসহ দলের নেতাদের জানানো হয়েছে।
ঘটনার পর থেকে ছাত্রদল নেতা শান্তর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
খবর পেয়ে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তর নেতৃত্বে হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
