হাসপাতালে ফুলে ফুলে সিক্ত সম্রাট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

কারামুক্তি পেয়ে অসুস্থ হয়েও নিস্তার নেই তার! সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন ইসমাইল চৌধুরী সম্রাট। অভিভাবকতুল্য প্রিয় নেতার কারামুক্তির খবরে শত শত নেতা-কর্মী-সমর্থক প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন এক মুহূর্তের দর্শনের জন্য। শুভেচ্ছা স্বরূপ সঙ্গে নিচ্ছেন ফুল-ফল।
এদিকে, শনিবার (১৪ মে) ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বিএসএমএমইউ হাসপাতালে গিয়েছিলেন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. শফিকুল ইসলাম শফিক। বিকেল ৪ টার দিকে সিসিইউতে চিকিৎসাধীন সম্রাটকে দেখতে গিয়ে প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তার শয্যাপাশে বসে শারীরিক অবস্থা জিজ্ঞাসা করেন সাংবাদিক শফিক।
জনবাণীর সম্পাদককে সম্রাট জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো সপ্তাহখানেক তাকে হাসপাতালে থাকতে হবে। এখান থেকে ছাড়পত্র পেলে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে উন্নত চিকিৎসার জন্য।
এসময় ইসমাইল চৌধুরী সম্রাট ও শফিকুল ইসলামের পারিবারিক খোঁজখবর নেন এবং দৈনিক জনবাণী পত্রিকার সার্বিক বিষয়ে জিজ্ঞেস করেন। কুশল বিনিময় শেষে খোঁজ খবর নেওয়ার জন্য জনবাণী সম্পাদক শফিকুল ইসলামকে ধন্যবাদ জানান ইসমাইল চৌধুরী সম্রাট।
উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সকল মামলায় জামিন পেলেও হাসপাতাল ছাড়তে পারেননি। হৃদরোগজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সিসিইউ বিভাগের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন সম্রাটের সাক্ষাৎ পেতে।
সার্বক্ষণিক ইসমাইল চৌধুরী সম্রাটের সঙ্গে থাকা আব্দুল জলিল জানান, অসংখ্য নেতা-কর্মী আসছে নেতার সঙ্গে দেখা করতে। তিনি অসুস্থ হলেও কাউকে ফেরান না। তার সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরেন তারা।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
