মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শান্তির প্রতিক পায়রা এবং বেলুন উড়িয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মে) দুপুর ১২ টায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহা উদ্দীন নাসিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল আলম এমপি, পারভীন জামান কল্পনা এমপি, গ্লোরিয়া ঝর্ণা এমপি, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি তাঁর রাজধানীতে নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন । মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের স ালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলনের সভাপতি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এমপি।
সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি তার বক্তব্যে বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মাথায় নিয়ে আত্মগোপনে থাকা পি কে হালদার আওয়ামী লীগের কেউ না। দলে পি কে হালদারদের মতো লোকের জায়গা হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব, আপনি কালো চশমা পরে বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের অর্থ পাচারের আসামি বিএনপি নেত্রী আপনাদের মা ও বিএনপির ভাইস চেয়ারম্যান তালিকায় এক নম্বরে আছেন। আওয়ামী লীগের কেউ অর্থ পাচার করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। তার জ্বলন্ত উদাহরণ ফরিদপুরে।
আজ বিকাল ৩ টা ৩০ মিনিটে মেহেরপুর কেমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের দ্বিতিয় অধিবেশন শুরু হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত জেলা আওয়ামী লীগের ডেলিগেটেডদের নিয়ে রুদ্ধদার বৈঠক চলছে।
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
