বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে বাংলাদেশ ব্যাংক শাখার জন্য ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২৭ এপ্রিল) স্বাক্ষরিত এই কমিটি গতকাল একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করে।
কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এইচ, এম দেলোয়ার হোসাইন, কার্যকরী সভাপতি যুগ্ম-ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক যুগ্ম-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লিটন) কে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ব্যাংক শাখার সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী আকতারুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নেছার আহাম্মদ ভূঞাঁ উপস্থিত ছিলেন।
নবগঠিত পরিষদ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, উচ্চ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
