গির্জায় পদদলিত হয়ে নিহত ৩১, আহত ৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


গির্জায় পদদলিত হয়ে নিহত ৩১, আহত ৭

গির্জায় খাবার বিতরণকালে মানুষের পদদলিত হয়ে অন্তত ৩১ জনের প্রাণহানি এবং ৭ জন আহত হয়েছেন। মানুষের অধৈর্যই এ হতাহতের মুল কারণ।  

রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকোর বরাত রয়টার্স জানায়, শনিবার (২৮ মে) ভোরে দক্ষিণ নাইজেরিয়ার রিভার রাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের একটি গির্জায় খাবার গ্রহণের জন্য আসা শত শত মানুষের চাপে একটি গেট ভেঙ্গে যায়। যার ফলে পদদলিত হয়ে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

‌‌‌কোকো বলেন, ‌‌‌‌‌‌‌‘লোকেরা আগে ভাগেই সেখানে উপস্থিত হয় এবং কেউ কেউ অধৈর্য হয়ে ছোটাছুটি শুরু করে। যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তদন্ত চলছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, ‘পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলির "বিনামূল্যে কেনাকাটা" শীর্ষক একটি দাতব্য আয়োজনে সাড়া দিয়ে প্রচুর লোক জড়ো হয়। ওই খাবার পাওয়ার জন্য শুক্রবার থেকেই বহু সংখ্যক লোক সেখানে সারিবদ্ধ হয়েছিল।’

এসএ/