এবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৫

বন্দুকধারীদের হামলাতে জর্জরিত যুক্তরাষ্ট্র। প্রায়ই শোনা যায় স্কুলসহ বিভিন্ন পাবলিক প্লেসে গোলাগুলি। দুই সপ্তাহের মধ্যেই দুটি স্কুল ও একটি হাসপাতাল বন্দুকধারীদের আক্রমনের শিকার হল। এবার দেশটির ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় সময় বুধবার (১ জুন) ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে একটি মেডিকেল সেন্টারে রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওকলাহোমার তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, “অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত। হামলায় নিহতদের মধ্যে কর্মচারী ও রোগীরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  পুলিশ হামলাকারী লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। মেডিকেল সেন্টারে গোলাগুলির সময় ফোন পেয়ে তিন মিনিটের মধ্যে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর সেখানে হামলার শিকার কয়েকজন ব্যক্তি ও সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে যোগাযোগ করেন তারা। অভিযুক্ত বন্দুকধারীর হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান পাওয়া গেছে।”

তুলসা শহরটি ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবিস্থিত। শহরটিতে প্রায় ৪ লাখ ১১ হাজার মানুষ বসবাস করেন।

এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। ওই হামলায় ১ নারী নিহত ও ২ জন আহত হয়।

তারও আগে গত ২৪ মে টেক্সাসের উভালদে এলাকায় একটি এলিমেন্টারি একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

যুক্তরাষ্ট্রের তথ্য মতে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫১টি বন্দুকহামলার ঘটনা ঘটেছে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এসএ/