পদ্মার পানিতে জনগণই আপনাদের চুবাবে: আলাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

“অন্ধকারের থেকে আলো আসার আগেই পালিয়ে যান, না হলে জনগণ পদ্মা নদীর পানিতে আপনাদেরকে চুবাবে, যেভাবে আপনারা চুবাতে চেয়েছেন।”
শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কথা বলেন।
আলাল বলেন, “গত বছরের চেয়ে এবার তিন হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। কারা পাচার করেছে এটা পরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন। দেশের সরকারি আমলারা ও আওয়ামী লীগের রাজনীতিবিদরাই টাকা পাচার করেছে।”
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “আপনি তো টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে। সেই গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখন বুঝে নেন ঘরে যে খাট চেয়ার থাকে সেগুলোর পায়া ও ভেঙে পড়া শুরু করেছে।”
তিনি আরও বলেন, “হুট করে যেদিন পড়ে যাবেন, সেদিন ভারত থেকে সুজেতারা আর আসবে না। সেদিন হাত ধরে তোলার জন্য চীন থেকে আর কোনো বন্ধু আসবে না। সব দিক খেয়ে ফেলেছেন। সুতরাং এখনও সময় আছে মানুষের অধিকার ফিরিয়ে দেন। খালেদা জিয়াকে মুক্তি দিন তার সুচিকিৎসার ব্যবস্থা করেন।”
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
