যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ লাশ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভিতর থেকে ৪২ জনের লাশ উদ্ধার করছে পুলিশ। এ ছাড়াও অর্ধমৃত ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে পুলিশ ঠিকভাবে কিছু জানায়নি। স্থানীয় পুলিশ এখনো এ ব্যাপারে মন্তব্য করেনি।

সোমবার (২৭ জুন) টেক্সাসের সান আন্তোনিওর উপকণ্ঠে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
  
নিউইয়র্ক টাইমসের মতে, ‘সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন। কীভাবে তারা মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।’

তবে সিটি কাউন্সিলওম্যান আদ্রিয়ানা রোচা গার্সিয়া বলেন, ‍“সেমি-ট্রাকটির ভেতর থেকে ৪৪ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, স্যান অ্যান্টোনিও পুলিশপ্রধান তথ্যটি তাকে জানিয়েছেন।”

কেস্যাট টিভি চ্যানেলের ভাষ্যমতে, ‘স্যান অ্যান্টোনিও'স সাউথওয়েস্ট সাইডে একটি রেললাইনের পাশে গাড়িটি পাওয়া যায়। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন। তাকে খোঁজা হচ্ছে।’

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, “এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী। তার ‌সীমান্ত উন্মুক্ত করার প্রাণঘাতী নীতির' ফল হলো এই দুর্ঘটনা।”

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবার্ড বলেন, “তাদের রাষ্ট্রদূত ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে রওনা হয়ে গেছেন। মৃতদের পরিচয় এখনো অজ্ঞাত।”

উল্লেখ্য যে, নগরীটিতে এখন প্রচণ্ড গরম আবহাওয়া বিরাচ করছে। সোমবার সেখানে তাপমাত্রা দাঁড়ায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

এসএ/