রংপুর মেডিকেলে আগুন, পদদলিত হয়ে আহত অর্ধশতাধিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক রোগী আহত হয়েছেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে রোগীরা আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) সাড়ে ১০টায় রমেকের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডের কিছু অংশ পুড়ে যায়।
তিনি জানান, মেডিকেলের দ্বিতীয় তলার ৭ নম্বর মেডিসিন ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে হাসপাতালের কয়েকটি শয্যা ও ওই ওয়ার্ডের কিছু অংশ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
