এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি, নিহত ৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি, নিহত ৬

বন্দুকধারীদের হামলাতে জর্জরিত যুক্তরাষ্ট্র। কিছুতেই যেন থামছে না বন্দুক হামলার ঘটনা। প্রায়ই শোনা যায় স্কুলসহ বিভিন্ন পাবলিক প্লেসে গোলাগুলি। কয়েক সপ্তাহের মধ্যেই দুটি স্কুল, একটি হাসপাতাল, একটি গির্জা, ভিড়ের মধ্যে গুলি, একসাথে ৩ শহর ও শিকাগো শহরের পর এবার আলবামা অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুক হামলায় প্রায় শতাধিক নিহত।  এ ঘটনা রোধে গত তিন দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস করেছে মার্কিন সিনেট। তবুও থামছেনা হামালা।  

এবার দেশটির স্বাধীনতা দিবসের প্যারেডেই গুলি। শিকাগো রাজ্যে ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩১ জন। সোমবার হাইল্যান্ড পার্কে এই হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়ার্সের।  

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামে এক যুবককে চিহ্নিত করেছে হাইল্যান্ড পার্ক পুলিশ। পরে সন্দেহভাজন ২২ বছর বয়সী ওই যুবককে আটক করে শিকাগো পুলিশ।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‘বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা কর্মকর্তা মোতায়েন রয়েছে। হাইল্যান্ড পার্কের আশেপাশের এলাকা নিরাপত্তা বলয়ে আনা হয়েছে।’

নিজের ছোট মেয়েকে নিয়ে প্যারেডে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শী আমারানি গার্সিয়া জানান, “কাছেই গুলির শব্দ শোনেন তিনি। এরপর কিছুক্ষণ বন্ধ ছিল। গুলি রিলোড করা হচ্ছিল বলে তার ধারণা। পরে আরও গুলির শব্দ শুনতে পান।”

তিনি বলেন, “মানুষ চিৎকার করছিল ও দৌড়াচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম। একটি ছোট দোকানে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল আমরা আর নিরাপদ নই।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘তাদের ধারণা গুলিবর্ষণকারী একটি দোকানের ছাদে অবস্থান নিয়েছিল এবং প্যারেডের জমায়েত লক্ষ্য করে গুলি করে সে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্যারেডের ব্যান্ড ও অংশগ্রহণকারীদের শৃঙ্খলা হঠাৎ করে ভেঙে যায়।

বড় ধরনের কয়েকটি শব্দ শোনার পর লোকজন দৌড়াতে শুরু করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও এতে প্রাণহানির ঘটনা কিছুতেই থামছে না। এর আগে দেশটির আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়। আহত হয় আরো অনেকে। তার পূর্বে ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়। আহত হয়েছিলেন আরো অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। ওই হামলায় ১ নারী নিহত ও ২ জন আহত হয়। গত ২৪ মে টেক্সাসের উভালদে এলাকায় একটি এলিমেন্টারি একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এসএ/