Logo

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯
29Shares
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ
ফাইল ছবি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ ক্যাটাগরির মোট ৬৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

একজন প্রার্থী চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আলাদা ফি জমা দিতে হবে। একই দিনে পরীক্ষার তারিখ পড়লে প্রার্থী কেবল একটি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

নিয়োগের পদসমূহ

বিজ্ঞাপন

১. প্রদর্শক (জীববিজ্ঞান)

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বিজ্ঞাপন

গ্রেড-১০

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ/প্রাণিবিজ্ঞানে ২.২৫ সিজিপিএসহ স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রি/ সমমান থাকতে হবে।

২. সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)

বিজ্ঞাপন

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

(গ্রেড-১০)

বিজ্ঞাপন

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও বিপিএড অথবা স্নাতক ডিগ্রি ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। পুরো শিক্ষাজীবনে একটির বেশি দ্বিতীয় বিভাগ/ ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।

৩. জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)

পদসংখ্যা: ৩

বিজ্ঞাপন

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড-১১

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/ সমমানসহ বিপিএড ডিগ্রি। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। সারা শিক্ষাজীবনে একটির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

৪. জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)

পদসংখ্যা: ৭

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

বিজ্ঞাপন

গ্রেড-১১

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/সমমানের ডিগ্রি থাকতে হবে। সারা শিক্ষাজীবনে একটির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।

৫. জুনিয়র শিক্ষক

বিজ্ঞাপন

পদসংখ্যা: ৪৭

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড-১১

বিজ্ঞাপন

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২.৫ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সারা শিক্ষাজীবনে একটির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫ টা পর্যন্ত। আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি: ক্রমিক নং ১–২– এ বর্ণিত পদের জন্য ২০০ টাকা এবং ক্রমিক নং ৩–৫ নম্বর পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর সঙ্গে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ফি শুধু টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দেয়া যাবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD