প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন এইচএসসি পাসে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৪তম গ্রেডে ৪৮৩ পদে কর্মী নিয়োগে ১৯ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
বিজ্ঞাপন
আবেদন ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর
পদের নাম: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ)
বিজ্ঞাপন
পদসংখ্যা: ৪৮৩টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা— বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞাপন
সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে)।
আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীরা www.dls.gov.bd আবেদন করতে পারবেন।
আবেদন ফি— টেলিটকের প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
বিজ্ঞাপন
আবেদনের শেষ সময়: আগামী ১৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।

সূত্র: দৈনিক সমকাল, ১৯ নভেম্বর ২০২৫, পৃষ্ঠা নম্বর ১১








