Logo

স্বাস্থ্য বীমা চালু ও সমন্বিত সেবা নিশ্চিতের প্রস্তাব দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৪, ০৭:০৫
31Shares
স্বাস্থ্য বীমা চালু ও সমন্বিত সেবা নিশ্চিতের প্রস্তাব দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন
ছবি: সংগৃহীত

‘স্বাস্থ্য বীমা চালু ও সমন্বিত সেবা নিশ্চিতের প্রস্তাব দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন’

বিজ্ঞাপন

স্বাস্থ্য বীমা চালু করাসহ ক্যান্সারের চিকিৎসায় সমন্বিত সেবা নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব দেবে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। 

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। দেশে ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য করতে কমিশনের কাছে প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

স্কয়ার অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ এই পরামর্শক আরও বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যানসারের চিকিৎসা না পেয়ে বাধ্য হয়েই রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে। এতে প্রায় ৫ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা। সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

বিজ্ঞাপন

ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র, কর্মপরিকল্পনা ও কর্মসূচি কার্যকর নেই। সরকারের, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় নেই। জনগোষ্ঠীভিত্তি ক্যান্সার নিবন্ধন চালু নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা হতাশাজনক। ক্যান্সার স্ক্রিনিং চলছে অসংগঠিত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। তাই স্বাস্থ্য সংস্কারের সাথে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ১০% সেবা দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দেয়ার বিধান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান তিনি। এছাড়া অলাভজনক উদ্যোগে ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান। 

অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির কৃতজ্ঞতা, মূল্যায়ন ও সুপারিশের কারণে ফোরামের পক্ষ থেকে ১০ সাংবাদিককে সম্মাননা ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভীন এলিস, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার বুদ্ধদেব কুন্ডু, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহান, দৈনিক সমকালের প্রতিবেদক সাজিদা ইসলাম পারুল, জাগোনিউজ ২৪.কমের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সালাউদ্দিন (জসিম), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট তাওসিয়া তাজমিম, ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার তানভীরুল ইসলাম।

বিজ্ঞাপন

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড হালিদা হানুম আখতার, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD