আমরা ব্যর্থ হতে চাই না: প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মহল বর্তমান সরকারকে শুধু সমর্থন নয়,
বিজ্ঞাপন
আন্তর্জাতিক মহল বর্তমান সরকারকে শুধু সমর্থন নয়, সমর্থনকে কাজে লাগানোর জন্য সর্বাত্মক সহায়তা করছে বলে মন্তব্য করেছেন, অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ব্যর্থ হতে চাই না। সমাজে নানাজন নানা মত তো থাকবেই। সংস্কার কমিশন দেশ-বিদেশের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সুপারিশমালা তৈরি করেছে। এটি মূল্যবান সম্পদ। এ সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত থাকবে। তাদের সুপারিশ বাস্তবায়নে সবাই মিলে মতামত ও দিকনির্দেশনা দেবেন। এটা কারও একার বাংলাদেশ না সবার বাংলাদেশ।
তিনি বলেন, প্রয়োজনে আপনারা নিজেরা আলোচনা করুন। সবাই মিলে নীতিমালা ও আইন-কানুন একবার করে দিলে তা বছরের পর বছর চলতে থাকবে।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে যে আইন-কানুন তৈরি হবে তা হবে ট্রান্সপারেন্ট। তখন খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না যে কেউ জিতিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখন যে খেলা চলছে তাতে জিতলেও সন্দেহ লাগে। বোধহয় কোথা থেকে কলকাঠি নেড়ে জিতিয়ে দেওয়া হচ্ছে। এ কলকাঠি নাড়ার বিষয়টি আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কলকাঠি ছাড়া যে একটা নিয়মে দেশ চলতে পারে তা মানুষ ভুলে গেছে।
বিজ্ঞাপন
আরএক্স/








