Logo

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২১:২১
50Shares
বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ
ছবি: সংগৃহীত

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ

বিজ্ঞাপন

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কয়েকটি মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের তাদের আওতাধীন কূটনৈতিক মিশন, কনস্যুলেট, অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অনেকেই এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন।

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।’

বিজ্ঞাপন

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বিষয়টি তাদের কাছে পৌঁছেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নির্দেশনার বিষয়ে কোনো লিখিত চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। কেবল ফোনের মাধ্যমে কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে জানিয়েছে, এই নির্দেশনার বিষয়টি অন্য মিশনগুলোতে পৌঁছে দেওয়ার দায়িত্বও তাদের ওপর থাকবে।

এদিকে, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশন এখনো এ নির্দেশনা পায়নি। তবে বিদেশের দুটি মিশন প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ছবি অপসারণের পাশাপাশি অন্যান্য মিশনকে অবহিত করার দায়িত্বও পালন করবেন।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD