জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন অ্যাটর্নি জেনারেল

দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন চেয়েছি এবং আশাবাদী যে মনোনয়ন পাব।
বিজ্ঞাপন
সূত্রে জানা গেছে, মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তনের সময় এসেছে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে আমি সরাসরি নির্বাচনে অংশ নিতে চাই।
অ্যাটর্নি জেনারেল পদ থেকে তার পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, মো. আসাদুজ্জামান দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক মামলায় রাষ্ট্রের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এবার তিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে যোগদানের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।








