Logo

গ্রেফতার সেনা কর্মকর্তাদের চাকরি নিয়ে যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৯:৫৭
69Shares
গ্রেফতার সেনা কর্মকর্তাদের চাকরি নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া ১৫ জন সেনা কর্মকর্তার চাকরি এখনও বহাল আছে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সেনাসদর। সেনাবাহিনী বিষয়টিকে ‘আইনি প্রক্রিয়ার’ অংশ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

সেনাসদর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্ত হলেও চাকরি হারানোর বিধান স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সেনাসদরের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি স্পষ্টীকরণের অপেক্ষায় রয়েছে।

সেনাসদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ওই ১৫ কর্মকর্তা এখনো চাকরিতে আছেন কি না, এটি একটি আইনি প্রক্রিয়া ও পদ্ধতিগত কাঠামোর আওতাধীন বিষয়। সরকার এখনও চাকরির বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ গুম এবং জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার। তবে এখনো তাদের চাকরির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এটি সেনাবাহিনী ও সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায়।

সেনাসদরের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, মামলার প্রক্রিয়া চলাকালীন সময়ে কর্মকর্তাদের চাকরি তাত্ক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করা হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD