Logo

কবরস্থান থেকে সরানো হলো উৎসুক জনতা, ব্যারিকেডে বন্ধ যানচলাচল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৫
6Shares
কবরস্থান থেকে সরানো হলো উৎসুক জনতা, ব্যারিকেডে বন্ধ যানচলাচল
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে কবরস্থান এলাকা থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শাহবাগ থেকে টিএসসি চত্বর পর্যন্ত যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই কবরস্থান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে দুপুর দেড়টার পর নিরাপত্তার স্বার্থে সবাইকে সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে পুরো কবরস্থান এলাকা কার্যত নিয়ন্ত্রিত জোনে পরিণত হয়।

আজ সকাল থেকেই টিএসসি থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

টিএসসি, শাহবাগ মোড়, দোয়েল চত্বর ও কবরস্থানের আশপাশে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কবরস্থান ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর রাখা হয়েছে কড়া নজর।

এদিকে শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল নামে। এই বিপুল জনসমাগম ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নিরাপত্তা সংস্থাগুলো।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, জানাজা ও দাফনে ব্যাপক জনসমাগমের আশঙ্কা থাকায় আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD