Logo

শহীদ হাদির কবর প্রস্তুত, দাফন ঘিরে আরও জোরদার নিরাপত্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৪
10Shares
শহীদ হাদির কবর প্রস্তুত, দাফন ঘিরে আরও জোরদার নিরাপত্তা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির দাফনের জন্য কবর প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটার মধ্যেই কবরস্থান এলাকার সার্বিক প্রস্তুতি শেষ হয়।

কবরস্থান এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, দাফন সংক্রান্ত সব আনুষঙ্গিক ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কবরস্থান ও আশপাশের এলাকায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কবরস্থানের ভেতরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিন সকাল ১১টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।

সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোকমিছিলসহ মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD