Logo

ওসমান হাদির জানাজার শেষে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৬:২০
9Shares
ওসমান হাদির জানাজার শেষে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা নামাজের পর কিছু অতিউৎসাহী মানুষ সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেছেন।

শনিবার (২০ ডিসেম্বরে) বিকেল পৌনে ৩টার দিকে হাদির জানাজার নামাজ শেষ হবার পর দৌঁড়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন তারা।

জানাজায় অংশগ্রহণ করতে আসা সংসদ ভবনের পশ্চিম অংশে অবস্থান নেওয়া বেশকয়েকজন শৃঙ্খলা ভেঙে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বরগুনা থেকে জনাজায় অংশ নিতে আসা মো. জাহিদ বলেন, কিছু অতিউৎসাহী মানুষ সংসদে ঢোকার চেষ্টা করেছেন, যা মোটেও ঠিক নয়।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়।

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শোকাবহ পরিবেশে সম্পন্ন হয় হাদির শেষকৃত্য।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD