শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপনাকৃত স্থানে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ সর্বস্তরের মানুষ।
শহীদ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
আজ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।








