Logo

রাষ্ট্রীয় শোক শেষে শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩১
8Shares
রাষ্ট্রীয় শোক শেষে শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মসূচি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পুনরায় শুরু হচ্ছে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পুনরায় শুরু হচ্ছে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী।

আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল হক জিহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত শুক্রবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের কথা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। শোকপালন শেষ হওয়ায় এখন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একাডেমি দেশের দর্শক, শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানায়, রাষ্ট্রীয় শোক শেষে আগামীকাল (রবিবার) থেকে সকল পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী স্বাভাবিক নিয়মে চলবে। একই সঙ্গে সাংস্কৃতিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD