সব বাংলাদেশির বুকে থাকবে হাদি : প্রধান উপদেষ্টা

শরিফ ওসমান হাদিকে বিদায় নয়, বরং হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি এখন সব বাংলাদেশির বুকে বেঁচে থাকবেন।
বিজ্ঞাপন
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ড. ইউনূস।
তিনি বলেন, আজ আমরা এখানে হাদিকে বিদায় দিতে আসিনি। হাদি আমাদের সবার বুকে থাকবে।
আরও পড়ুন: ওসমান হাদির জানাজা আজ কখন কোথায়
বিজ্ঞাপন
এর আগে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোকমিছিলসহ মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। দুপুর ১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয় সরণি ও আসাদগেটসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় উপস্থিত মানুষজন ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগান দিতে থাকেন।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের ইচ্ছা অনুযায়ী শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শহীদ হাদির জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজা শেষে শহীদ হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে।








