Logo

একদিনে ৪ হাজার টিকিটবিহীন যাত্রী, আদায় ৮ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৯
8Shares
একদিনে ৪ হাজার টিকিটবিহীন যাত্রী, আদায় ৮ লাখ টাকা
ছবি: সংগৃহীত

একদিনে পূর্বাঞ্চলের ৮৩টি ট্রেনে অভিযান চালিয়ে ৪ হাজার ৬০ জন টিকিটবিহীন যাত্রীকে শনাক্ত করেছে। অভিযানের মাধ্যমে তাদের কাছ থেকে মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।

বিজ্ঞাপন

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD