Logo

খবর না দিলেও চলে আসে পুলিশ, স্যার বলে স্যালুট দেয়: শাহজাহান

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
২৮ নভেম্বর, ২০২৫, ১৯:৩১
40Shares
খবর না দিলেও চলে আসে পুলিশ, স্যার বলে স্যালুট দেয়: শাহজাহান
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

‘প্রশাসনকে কব্জায় আনা’ ও ‘আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’ বক্তব্য দিয়ে রীতিমত আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবার তার আরও একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই ভিভিওতে বলতে শোনা যায়, এমন কোনো বাপের ক্ষমতা কী আছে, দেখি এখন পুলিশকে বলুক, সবাই মিলে যদি পুলিশে বলে, যে শাহজাহান চৌধুরী এসেছে তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, বাপরে বাপ, চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে কী বাঁধা দেব, আমি গিয়ে পাহারা দেব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওদিকে দেখতেছি, পুলিশেরা দাঁড়িয়ে রয়েছে। কে খবর দিয়েছে জানি না। আমি পুলিশ-টুলিশ খবর দিই না। কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম, এমনে স্যালুট দেয়। আগে আমাকে গ্রেফতার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।

বক্তব্যের বিষয়ে জানতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এছাড়া একের পর এক বক্তব্য ভাইরাল হওয়ায় সংবাদমাধ্যম এড়িয়ে চলছেন তিনি। তবে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জানান, শাহজাহান চৌধুরী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

গত ২২ অক্টোবর বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার এলাকায় ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত এক সিরাত মাহফিলে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের শহীদ মুহাম্মদ আনছার উল্লাহ তালুকদারের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

প্রশাসন কব্জায় আনাসহ শাহজাহান চৌধুরীর নানা বক্তব্য ছড়িয়ে পড়ার পর এই বক্তব্যও নতুন করে আলোচনায় আসে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD