ডাকসু নির্বাচনে একটি মাত্র ভোট প্রদানকারীকে বিয়ে করতে চান রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান।
আশ্চর্যের বিষয় হলো, তিনি নিজের পক্ষেও ভোট দেননি। আর এই একমাত্র ভোটটি এসেছে রোকেয়া হল থেকে।
রাকিবুল হাসান জানিয়েছেন, ওই ভোটারকেই তিনি বিয়ে করতে চান।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে রাকিব লিখেছেন, “যেখানে আমি নিজেই নিজেকে ভোট দেইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করসিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিসে।”
তিনি আরও লিখেছেন, “যাইহোক যিনি আমাকে ভোটটা দিসেন তিনি যদি আমার বন্ধুবতালিকায় থাকেন দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!”
তার এই পোস্টের পর থেকে রোকেয়া হলের রহস্যময় সেই ভোটারকে খুঁজে বেড়াচ্ছেন রাকিব। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
