Logo

গোয়াইনঘাটে বিএনপির র‍্যালী ও গণ সমাবেশ অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
সিলেট
২৬ অক্টোবর, ২০২৫, ১৭:৪৯
79Shares
গোয়াইনঘাটে বিএনপির র‍্যালী ও গণ সমাবেশ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজও জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করা শুধু একটি দল বা একটি গোষ্ঠীর নয় এটি দেশের সবার দায়িত্ব। তাই দেশের সকল ধর্ম, বর্ণ, জাতিকে একত্রিত ও একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করেছে বিএনপি। বিএনপির নেতৃত্বে ও সকলের সম্মিলিত চেষ্টায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

তিনি রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাকিম চৌধুরী বলেন, বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতি করে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আবারও আইনের শাসন ও ন্যায়বিচার ফিরবে।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় গণ সমাবেশে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।

বিজ্ঞাপন

এর আগে বেলা সাড়ে ৩টায় গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সমর্থকসহ কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থান করে কলেজ রোড হয়ে গণ সমাবেশ ও র‍্যালির প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে র‍্যালী সহকারে উপজেলা শহীদ মিনারের সমাবেশস্থলে অংশগ্রহণ করেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD