নকলের অভিযোগে খোলাহাটি কেন্দ্র বাতিল, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ইসলামিক স্টাডিজ-৪ বিষয়ের পরীক্ষা চলাকালীন দিনাজপুরের খোলাহাটি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে নকলের অভিযোগ ওঠে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
বাউবির পক্ষ থেকে জানানো হয়েছে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। এ ঘটনায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্বে অবহেলার কারণে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
প্রাপ্ত সিদ্ধান্ত অনুযায়ী—খোলাহাটি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। নতুন কেন্দ্র হিসেবে পার্বতীপুর সরকারি কলেজ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার মহন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অসদুপায়কে কখনো প্রশ্রয় দেয় না। নকল কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি পরীক্ষার সঙ্গে যুক্ত সবাইকে সততা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।