Logo

মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০ ট্রেন, চলবে রাত ১০টার পরও

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭
17Shares
মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০ ট্রেন, চলবে রাত ১০টার পরও
ছবি: সংগৃহীত

প্রতিদিনই যাত্রী চাপ বাড়ছে রাজধানীর মেট্রোরেলে। যাত্রীদের চাহিদা মেটাতে এবার বাড়ানো হচ্ছে আরও ১০ ট্রিপ। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে যাত্রীরা সকাল সাড়ে ৬টা থেকেই ট্রেন ধরতে পারবেন, আর শেষ ট্রেন ছাড়বে রাত ১০টার পরে।

বিজ্ঞাপন

মেট্রোরেলের বর্তমান সক্ষমতায় প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ যাতায়াত করেন। বিশেষ উপলক্ষে এ সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়। দিনে প্রায় ২০০ ট্রিপ চললেও যাত্রীদের চাহিদা পুরোপুরি পূরণ করা যাচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সময়সূচি অনুযায়ী

  • সকাল ৬টা ৩০ মিনিটেই প্রথম ট্রিপ চালু হবে।

বিজ্ঞাপন

  • উত্তরা থেকে সকাল ৭টায় ও মতিঝিল থেকে সকাল ৭টা ১০ মিনিটে ট্রেন ছাড়বে।

  • রাতের ট্রিপে উত্তরা থেকে নতুন তিনটি ট্রেন ছাড়বে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে।

  • মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে।

  • বিজ্ঞাপন

  • কোচ সংখ্যা কেন বাড়ানো যাচ্ছে না

  • বর্তমানে প্রতিটি ট্রেনে ৬টি কোচ থাকলেও প্রকল্প পরিকল্পনায় ৮ কোচের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে এখনই বাড়ানো সম্ভব হচ্ছে না কয়েকটি কারণে—

    ১. প্ল্যাটফর্মে অতিরিক্ত কোচের জন্য স্ক্রিন ডোর বসানো হয়নি।

    বিজ্ঞাপন

    ২. ব্যয় বৃদ্ধির আশঙ্কা।

    ৩. বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা।

    পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু ট্রিপ বাড়ানো নয়, বরং কোচ সংখ্যা বৃদ্ধিই টেকসই সমাধান। তাদের যুক্তি, বেশি ট্রিপ চালালে বিদ্যুৎ খরচ ও পরিচালন ব্যয় অনেক বেড়ে যাবে।

    বিজ্ঞাপন

    ডিএমটিসিএল জানিয়েছে, নতুন ট্রিপ চালুর জন্য প্রাথমিক পরিকল্পনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এমআরটি লাইন-৬ এ অতিরিক্ত ১০ ট্রিপ চালু হবে।

    জেবি/আরএক্স
    Logo

    সম্পাদক ও প্রকাশকঃ

    মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

    ফোনঃ 02-44615293

    ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

    Developed by: AB Infotech LTD