রাজধানীর সাতরাস্তা মোড়ে যান চলাচল স্বাভাবিক

ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কয়েক ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা মূল সড়ক থেকে সরে গিয়ে পাশে অবস্থান নেয়। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে তারা “কারিগরি ছাত্র আন্দোলন”-এর ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করে। এ সময় সড়ক অবরোধ করে স্লোগানের মধ্য দিয়ে নিজেদের দাবিদাওয়া উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের মূল দাবি ছিল চারটি-
বিজ্ঞাপন
১. ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ঘোষিত ছয় দফা দাবি ও সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা।
বিজ্ঞাপন
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন ব্যবস্থা চালু করা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম জানান, শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষকরা-ও এই আন্দোলনে সংহতি জানিয়েছেন। আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্তত চারটি প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
অবরোধের কারণে দীর্ঘ সময় সাতরাস্তা মোড় এলাকায় যানজট তৈরি হলেও শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি।