Logo

রাজধানীর সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১
26Shares
রাজধানীর সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা হয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। হঠাৎ সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। সড়কে বসে তারা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।

আন্দোলন করা এক শিক্ষার্থী বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরেও একই জায়গায় বিক্ষোভ করেছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর তারা ক্যাম্পাসে ফিরে যান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD