Logo

ঘুষ প্রস্তাব কেলেঙ্কারিতে ডিএনসিসি কর্মকর্তা বরখাস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:১৫
11Shares
ঘুষ প্রস্তাব কেলেঙ্কারিতে ডিএনসিসি কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে ঘুষ প্রস্তাবের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ ইজাজকে ‘উপকর কর্মকর্তা’ পদে পদায়নের বিনিময়ে ঘুষের প্রস্তাব দেন।

ঘটনার পর প্রশাসক সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে গত ৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। ডিএনসিসি জানিয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

বিজ্ঞাপন

ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, মিজানুর রহমানকে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এজন্য উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে, সম্প্রতি ডিএনসিসি একাধিক কর্মচারীকে উপকর কর্মকর্তা পদে পদায়ন করে। যদিও এ পদটি মূলত নবম গ্রেডের, তবে ১৬ থেকে ১৪ গ্রেডের কর্মচারীরাও পদায়নের সুযোগ পান। মিজানুর রহমানও এই পদটির প্রতি আগ্রহী ছিলেন।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে প্রশাসককে পাঠানো বার্তায় তিনি লেখেন- “স্যার, আমি মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা (অঞ্চল-১, উত্তরা), ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্যার, কাজটি করে দিলে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য এক লক্ষ টাকার উপহার আছে আমার পক্ষ থেকে। স্যার রাজি থাকলে টাকা দিতে পারি, কেউ জানবে না। স্যার কিছু মনে করবেন না।”

তবে এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, “ঘুষ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে সঠিকভাবে জানি না।”

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD