পরীক্ষার হলে শিক্ষকের মাথা ফাটিয়ে দিল শিক্ষার্থী

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার হলে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। গণিতের শিক্ষক মো. শুকুর আলমকে পানির বোতল ছুড়ে আঘাত করেছে প্রতিষ্ঠানটির দশম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দশম শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হলে দায়িত্ব পালনকালে শুকুর আলম এক শিক্ষার্থীকে জোর করে আসন পরিবর্তন থেকে বিরত করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীটি হাতে থাকা ধাতব বোতল শিক্ষকের দিকে ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি বাসায় ফেরেন।
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার জানিয়েছেন, ‘‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনাটি। ধাতব বোতল ছোড়ায় শিক্ষক গুরুতর আহত হয়েছেন। ওই শিক্ষার্থী মানসিক ভারসাম্যহীন আচরণ করেছে। সে দাবি করেছে, সহপাঠীরা তাকে বিরক্ত করছিল এবং সেজন্যই সে বেঞ্চ সরায়। শিক্ষক বিষয়টি স্বাভাবিক করতে চাইলে শিক্ষার্থীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে বোতল ছুড়ে মারে।’’
তিনি আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও আহত শিক্ষক মামলা করতে চাননি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ওই শিক্ষার্থীকে আর রাখা হবে না। অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে। শিক্ষক শুকুর আলম সুস্থ হয়ে ফিরলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, ‘‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্র-শিক্ষকের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে হবে। আমরা এ ধরনের জঘন্য ঘটনার নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’’