প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১০টা থেকে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় হাজারখানেক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির প্রস্তাবিত জাতীয়করণের বাইরে থাকা ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে জাতীয়করণের দাবি জানান।
বিজ্ঞাপন
বিকেল ৪টার দিকে শিক্ষকরা পদযাত্রা শুরু করলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছে বাধার মুখে পড়েন। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে প্রথমে জলকামান ছুড়ে আন্দোলনকারীদের পিছু হটানোর চেষ্টা করা হয়। পরে এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা আবার প্রেস ক্লাবের দিকে ফিরে যান।
এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।