তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন।
এর ফলে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট ও মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেওয়ায় উভয় দিকে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে।
বিজ্ঞাপন
যানজট এড়াতে ডিএমপি বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে। নির্দেশনায় বলা হয়-
১. উত্তরা থেকে আমতলী হয়ে গুলশান-১গামী যানবাহন কাকলী বামে ঘুরে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।
২. জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আমতলী-গুলশান-১গামী যানবাহন সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনে ছোট যানবাহনের জন্য ইউটার্ন এবং আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন নিয়ে গুলশান-২ হয়ে গন্তব্যে যেতে পারবেন।
বিজ্ঞাপন
৩. উত্তরের দিক থেকে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে সরাসরি জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে।
৪. একইভাবে জাহাঙ্গীর গেট থেকেও ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া সম্ভব।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিজ্ঞাপন
হঠাৎ সড়ক অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
