মহাখালী ফ্লাইওভারে গভীর সুড়ঙ্গপথ, যা হচ্ছে এখানে

রাজধানীর ব্যস্ত মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি অংশে অবস্থিত সুড়ঙ্গপথটি আবারও আলোচনায় এসেছে। বছরখানেক আগে এটি বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও এখনো বাস্তবায়ন হয়নি। ফলে প্রায় ২৪ ফুট লম্বা এ পথ পরিণত হয়েছে ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল এবং অপরাধীদের গোপন আড্ডায়।
ফ্লাইওভারের দুটি স্প্যান লোহার পাত দিয়ে যুক্ত হলেও মাঝখানে প্রায় ১২ বাই ১৮ ইঞ্চি ফাঁপা জায়গা থেকে তৈরি হয় দীর্ঘ সুড়ঙ্গের মতো অংশ।
প্রবেশ করতে কষ্টকর হলেও চেষ্টায় ঢোকা সম্ভব। ভেতরে পাওয়া যায় মাদক সেবনের সরঞ্জাম, ছিনতাই হওয়া ব্যাগ, বালিশ-তোষকসহ নানা জিনিসপত্র, যা দীর্ঘদিন ধরে মানুষের অবস্থানের প্রমাণ দেয়।
গত ১০ সেপ্টেম্বর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে এই সুড়ঙ্গে ঢুকতে দেখা যায়। পরে পুলিশ ভেতরে অভিযান চালিয়ে বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। স্থানীয়রা জানান, প্রায়ই ছিনতাইকারীরা পালিয়ে সেখানে আশ্রয় নেয়, আবার ছিন্নমূল নারী-পুরুষরাও এ জায়গায় রাত কাটায়।
বিজ্ঞাপন
জনশুমারি অনুযায়ী দেশে ছিন্নমূল মানুষের সংখ্যা ২ হাজার ২১৯ জন হলেও বেসরকারি সংস্থার হিসাব বলছে, শুধু ঢাকাতেই এ সংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি। এসব মানুষ ফ্লাইওভার, সেতুর নিচে কিংবা এ ধরনের জায়গাকে নিরাপদ আশ্রয় মনে করছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত এ সুড়ঙ্গপথ বন্ধ করে আশ্রয়হীন মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি। নইলে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠবে।