পুলিশের লাঠিচার্জে ১০ জুলাইযোদ্ধা আহত, ঢামেকে ভর্তি

রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জুলাইযোদ্ধা আহত হয়েছেন। আহতদের ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।
বিজ্ঞাপন
আহত আতিকুল গাজী বলেন, “আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে আমরা সংসদ ভবন এলাকায় এসেছিলাম। পুলিশ লাঠিচার্জ করে আমাদের সরিয়ে দেয়। এলোপাতাড়ি আঘাতের ফলে আমার কৃত্রিম হাত ভেঙে গেছে, যা আগে গুলিবিদ্ধ হওয়ার পর বসানো হয়েছিল।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর নয়। তিনি আরও বলেন, আহতদের সংখ্যা ধাপে ধাপে আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, আজ সকালেই ৫ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢুকে মূল মঞ্চ দখল করেন। তারা অভিযোগ করেছেন, জুলাই সনদ প্রণয়ে তাঁদের পরামর্শ নেওয়া হয়নি এবং স্বীকৃতি না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে।