Logo

ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৬:১১
23Shares
ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের লাঠিচার্জের পর রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের বিক্ষোভকারীরা। এতে ধানমন্ডি-২৭ এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডি-২৭-এর রাপা প্লাজার সামনে তারা জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর আগে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা লাঠি হাতে রাস্তায় অবস্থান নেন এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহন থামিয়ে দেন। এক পথচারী তাদের ভিডিও ধারণ করলে, বিক্ষোভকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে দেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ছোড়ে। এরপর পুলিশ শুক্রাবাদ মোড়ে এবং বিক্ষোভকারীরা আশপাশের গলিতে অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD