বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে মোটরসাইকেলে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে উত্তরামুখী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, বি‘মানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নেভানোর কাজে আমাদের সব ইউনিট ব্যস্ত থাকায় ফ্লাইওভারে গিয়ে তাৎক্ষণিকভাবে কাজ করা সম্ভব হয়নি।’
আরও পাড়ু:
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার কিছু পর হঠাৎ করে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। এতে আশেপাশে আতঙ্কের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
এদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ফ্লাইট চলাচল এখনো সাময়িকভাবে স্থগিত রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।