Logo

টানা অষ্টমবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলো বসুন্ধরা টিস্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৬
3Shares
টানা অষ্টমবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলো বসুন্ধরা টিস্যু
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু। এই প্রতিষ্ঠান টানা ৮ম বারের মতো জিতে নিলো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু।

শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় তাদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ প্রদান করা হয় একটি স্বচ্ছ ও গবেষণাভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এই অ্যাওয়ার্ডের গবেষণা সহযোগী আন্তর্জাতিক মানের মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান এনসার্চ। দেশব্যাপী ভোক্তা জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বাধীন জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ী নির্বাচন করে থাকে।

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতায় ও স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা টিস্যু দেশের কোটি মানুষের আস্থার প্রতীক। আর ভোক্তাদের ভালোবাসা ও আস্থার ফলস্বরূপ বসুন্ধরা টিস্যু হয়ে উঠেছে বাংলাদেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড। বসুন্ধরা টিস্যু এ গৌরবজনক অর্জন করায় সকল ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD