আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর প্রিন্স বাজার কনভেনশন হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সমন্বয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসারদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের সদস্যবৃন্দের উপস্থিতি এবং অনলাইনে সংযুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসারদের মতামতের ভিত্তিতে খন্দকার শফিকুল হাসান (রতন)-কে সভাপতি, কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনামকে মহাসচিব এবং রেজাউর রহমান মিয়া রাজুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির সদস্যরা ভবিষ্যৎ পথচলায় সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।








