ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের শিল্প ও ব্যবসা ক্ষেত্রে এক কিংবদন্তি ব্যক্তিত্ব, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ (১৭ ডিসেম্বর) বিনম্র শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এস এম নজরুল ইসলাম ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ৯৩ বছর বয়সে পরলোকগমন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসায়িক দক্ষতা ও দূরদর্শিতা দেখিয়েছেন এবং দেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স এবং ডিজিটাল ডিভাইস উৎপাদন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিজ্ঞাপন
প্রথমে তিনি বাবা এস এম আতাহার আলী তালুকদারের সঙ্গে ব্যবসায় যুক্ত ছিলেন, তবে দেশের স্বাধীনতার পর নিজ উদ্যোগে আলাদা ব্যবসা শুরু করেন। ১৯৭৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন রেজভী অ্যান্ড ব্রাদার্স, যা পরবর্তীতে ওয়ালটন গ্রুপ হিসেবে পরিচিতি পায়।
ওয়ালটন গ্রুপের গাজীপুরের চন্দ্রা কারখানায় ২০০৮ সালে উৎপাদন কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ওয়ালটন পণ্য জাতীয় ও আন্তর্জাতিক বাজারে দারুণ স্বীকৃতি পেতে থাকে।
আরও পড়ুন: অগ্রণী ব্যাংকে মহান বিজয় দিবস উদ্যাপন
বিজ্ঞাপন
এস এম নজরুল ইসলামের ত্যাগ ও দূরদর্শিতা দেশের শিল্পোন্নয়নে পথিকৃৎ হিসেবে স্মরণীয়। তাঁর জীবন ও কর্ম দেশজুড়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখা হয়। আজ তাঁর ৮ম মৃত্যুবার্ষিকীতে কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে তাকে স্মরণ করছে।








