বাউবির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রীণরোড পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাউবো) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ।
বিজ্ঞাপন
বোর্ডের কল্যাণ পরিদপ্তরের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঢাকা পানি উন্নয়ন বিভাগ ও বাপাউবো ব্লাড নেটওয়ার্কের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন ও প্রশাসন) মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১-এর নেতৃবৃন্দ। আয়োজিত রক্তদান কর্মসূচিতে বোর্ডের ২৬ জন নারী ও পুরুষ কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ বলেন, মহান বিজয় দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ জানান।








