Logo

ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:০৪
11Shares
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর
ছবি প্রতিনিধি।

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (ইএমআই) ডি-লোকাল লিমিটেডের সঙ্গে একটি রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হবে এবং কোটি কোটি প্রবাসী ও গ্রাহকের জন্য দ্রুত, নিরাপদ ও সহজ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর ) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ডি-লোকালের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও বিনিময় করেন। ডি-লোকালের পক্ষ থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন ভিপি (এপিএসি) সোফিয়া গুইসোলফি, গ্লোবাল রেমিট্যান্স ভার্টিকাল লিড এন্ডিকা আলোনসো এবং পেআউট স্পেশালিস্ট ডেইবি অ্যান বোনিফাসিও।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও সৈয়দ জুবায়ের আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আবদুর রহিম, মো. মেশকাত-উল-আনোয়ার খানসহ ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায় ও বিভিন্ন বিভাগের প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে মাল্টাভিত্তিক একটি নতুন রেমিট্যান্স মার্কেট বাংলাদেশের জন্য উন্মুক্ত হলো। এটি শুধু ব্যবসায়িক অগ্রগতিই নয়, বরং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দিতে এ চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD