Logo

বিইউপি ও ওসিপিএএসএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৮
13Shares
বিইউপি ও ওসিপিএএসএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

বিইউপি এবং ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (ওসিপিএএসএস)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (ওসিপিএএসএস)-এর মধ্যে বিইউপি’র ভিআইপি লাউঞ্জে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

এতে ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের মাঝে একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক জ্ঞান ও সম্পদ বিনিময়ের দ্বার উন্মোচন করবে।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি, বিইউপির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ওসিপিএএসএস’র একটি প্রতিনিধিদল উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, ডিন, ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র‍্যাটেজিক স্টাডিজ, বিইউপি এবং ওসিপিএএসএস-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, আরসিডিএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং পিএইচডি (অবসরপ্রাপ্ত) তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD