চার বিচারপতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত: সুপ্রিম কোর্ট প্রশাসন

ফ্যাসিস্টের দোসর ও অনিয়মের অভিযোগে বিচার কার্য থেকে বিরত রাখা ১২ বিচারপতির মধ্যে এখনও চারজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালাচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সর্বশেষ ৩১ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি ৭ সেপ্টেম্বর গ্রহণ করেন।
এর আগে অভিযোগের কারণে কিছু বিচারপতিকে বেঞ্চ থেকে বিরত রাখা হলেও অনেকে অবসর, পদত্যাগ কিংবা নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ পড়েছেন। ইতোমধ্যে দুই বিচারপতিকে অপসারণও করেছেন রাষ্ট্রপতি।
২০২৪ সালের অক্টোবর মাসে হাইকোর্ট চত্বরকে ঘিরে শিক্ষার্থী ও আইনজীবীদের আন্দোলনের পর প্রধান বিচারপতির নির্দেশে সংশ্লিষ্ট ১২ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। পরে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের বিষয়ে তদন্ত শুরু করে।
তিন সদস্যের এ কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অপর দুই সদস্য বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অভিযোগের ভিত্তিতে কাউন্সিল যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বর্তমানে চার বিচারপতির বিষয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।