এক ট্রলারেই ৩০ লাখ টাকার ইলিশ!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক ট্রলারেই ৩০ লাখ টাকার ইলিশ!

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে কক্সবাজারের এক ট্রলারেই ধরা পড়েছে অন্তত ৩০ লাখ টাকার ইলিশ মাছ। তবে প্রচুর ইলিশ ধরা পড়লেও চাহিদার চাইতে যোগান কম হওয়ার পাশাপাশি তেলের মূল্যবৃদ্ধির কারণে দাম কিছুটা বেশী বলছেন, ট্রলার মালিক ও ব্যবসায়িরা। তারা জানিয়েছেন, সবে মাত্র মাছ ধরা শুরু হয়েছে, এখনো অনেক ট্রলার সাগরে অবস্থান করছে; সবগুলো ট্রলার উপকূলে ফিরলে ইলিশের দাম কমতে শুরু করবে।

সাগরে মাছ ধরা শেষে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাটে ভিড়েছে 'এফবি মা-বাবার দোয়া' নামের এ ট্রলারটি। গত ২৩ মার্চ মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ২২ জন জেলেসহ ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার সকালে ট্রলারটি কক্সবাজার উপকূলে ফিরে আসে। এসময়ে ট্রলারটির জেলেদের জালে ধরা পড়েছে অন্তত দেড়শ মণের বেশী ইলিশ মাছ। এছাড়াও ট্রলারটিতে ধরা পড়েছে মাইট্যা, পোঁপা, রিটা ও ছুরি সহ কয়েক প্রজাতির ৫০/৬০ মণের মাছ।

এফবি মা-বাবার দোয়া নামের ট্রলারটির মালিক ও জেলেরা জানিয়েছেন, ‘নিষেধাজ্ঞা শেষে প্রথমবারে সাগরে ধরা পড়া এসব ইলিশ সহ অন্যান্য মাছ বিক্রি করা হয়েছে ৩০ লাখ টাকায়। এতে ট্রলারটির মালিকসহ জেলেরা খুবই খুশি।’

এক মৎস ব্যবসায়ি জানান, ‘নিষেধাজ্ঞা শেষে গত ২/৩ দিনে অল্প-কিছু সংখ্যক উপকূলে ফিরলেও এখনো অধিকাংশ ট্রলার সাগরে অবস্থান করছে। আর ফিরে আসা ট্রলারগুলোর প্রতিটিতে কম বেশী ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ ধরা পড়েছে। এতে হাসি ফুটেছে জেলে, ট্রলার মালিক ও ব্যবসায়িদের মুখে।’

সরেজমিনে খুচরা বাজারে গিয়ে দেখা যায়, সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়লেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। দাম কিছুটা বেশী হওয়ায় অনেকে বাজার থেকে ফিরছেন হতাশ মনে।

এ নিয়ে কক্সবাজার অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ি সমবায় সমিতির প্রতিষ্টাতা সভাপতি জয়নাল আবেদীন জনবাণীকে বলেন, “দীর্ঘদিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের চাহিদা বেশী। বেশীর ভাগ ট্রলার এখনো সাগরে অবস্থান করছে। সবগুলো ট্রলার উপকূলে ফিরলে মাছের দাম কমতে শুরু করবে।”

এসএ/